সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকার লতিফ মাদবরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাটার, সুইস গিয়ার, চাকু, রশি, লোহার রড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার হোসেন (৪০), জসিম মিয়া (৩৫), জুয়েল মিয়া (২১),ফরহাদ হোসেন(৩৮) ও কামাল মিয়া (২৯)।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply