1. admin@dailypratidinerbarta.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন রাজউক প্লান আর অনুমোদনহীন ভবনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির

শামীম ওসমানকে হত্যার হুমকি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

মোঃ ফিরোজ শাঁই,নিজস্ব প্রতিনিধিঃ-

ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘গতকাল রাতে একটা অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করে বলেছে, তোর মৃত্যু সামনে চলে আসছে।’ সোমবার (২০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

হত্যার হুমকির বিষয়ে শামীম ওসমান বলেন, ‘কাদের মৃত্যুর ভয় দেখান? মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না। ১৬ জুন নারায়ণগঞ্জে ২০ জন মানুষ বোমা বিস্ফোরণে মারা গেছে। আমি সেদিন বেঁচে গেছি। আমি মনে করি, আমি সেদিনই মারা গেছি। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে। যারা আমাদের হুমকি-ধামকি দেয়, তাদের বলতে চাই আমরা কারও করুণা ভিক্ষায় স্বাধীনতা পাইনি। এটি পেতে অনেক ত্যাগ করতে হয়েছে। আমাদের পূর্ব পুরুষরা লড়াই করে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের পরবর্তী প্রজন্ম আমাদের মৃত্যুর ভয় দেখান? আমরা যারা পঁচাত্তরের ১৫ আগস্টের পরে রাজনীতি করতে আসছি, আমরা তৈরি হয়েছি মৃত্যুকে মারার জন্য। সেই মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না।’

তিনি বলেন, ‘ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের চেয়ে শক্ত একজন নারী। তিনি আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করেননি, করবেন না। সামনে আরও অনেক কিছু হবে। তবে যত প্রতিকূলতা আসুন না কেন আমরা তা অতিক্রম করতে পারবো।’

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওরা নারায়ণগঞ্জে আমাদের ১৭ জন মানুষকে হত্যা করেছিল। আমরা কিন্তু কাউকে হত্যা করিনি। কাউকে আঘাতও করিনি। আর কাউকে আঘাত করবোও না। আজকে মানুষ হরতাল মানছে না, মানবে না। আমরা মাঠে নেমেছি এবং নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। জয় আমাদের সুনিশ্চিত। ৭ তারিখে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়। সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক শান্তি মিছিলে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park