রাজীব মুন্সী রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সন্মিলিত মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর জেলা কংগ্রেসের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র তার হাতে তুলে দেন দলটির চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও সদস্য সচিব অ্যাড. ইয়ারুল ইসলাম।
মনোনয়ন সংগ্রহের পর মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী তার নির্বাচনী এলাকা রংপুর-৪ পীরগাছা- কাউনিয়া আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
মো. সিরাজুল ইসলাম তার বর্ণাঢ্য জীবনে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কাজের সাথে জড়িত রয়েছেন। তন্মধ্যে তিনি রংপুর বিভাগের আইন ও অধিকার ফাউন্ডেশন মানবাধিকারের চেয়ারম্যান, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা, পীরগাছায় তার নিজস্ব প্রতিষ্ঠিত
লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক ও এশিয়ান ইনস্টিটিউ এন্ড মাল্টিমিডিয়া টেকনোলজির শাখা ব্যবস্থাপক এবং রংপুর জজকোর্টের আইনজীবী সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী দলটির চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও সদস্য সচিব অ্যাড. ইয়ারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুষ্ঠু ভোট হলে আমি জিতব। কেন্দ্রীয় কমিটি আমাকে যোগ্য মনে করে এ আসনে আমাকে মনোনীত করেছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সব ভেদাভেদ ভুলে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে ভোট প্রার্থনা ও সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply