নিজস্ব প্রতিবেদক:-
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে তিনি মারা যান। মারা যাওয়া মুসল্লির নাম মফিজুল ইসলাম (৬০)। তিনি সাভারের শিমুলতলী এলাকার আব্দুল রানা মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ইজতেমা মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
এদিকে, শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ান দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।
Leave a Reply