মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা যুগ্ম ও দায়রা জজ ফাহমিদা খাতুন স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি এ নোটিশ দিয়েছে।
নোটিশে বলা হয়েছে, মৃণাল কান্তি দাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ১৭৩ মুন্সীগঞ্জ-৩-এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি গত ২৭ নভেম্বর মুন্সীগঞ্জ শহরের গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ করেন। মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। এ সময় শত শত নেতাকর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হন। এতে মুন্সীগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক এবং জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। ওই এলাকায় প্রায় একঘণ্টা স্বাভাবিকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে মৃণালকান্তি দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে ফোন দিলে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু রিসিভ করেন। তিনি এই প্রতিবেদককে জানান, ‘এমপি একটি ঘরোয়া সভায় বক্তব্য রাখছেন। কোনও কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে আমরা জানি না।
Leave a Reply