অনলাইন ডেস্ক:-
পরিবারের বাইরে যাদের মুখ দেখলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়, তারা হলো প্রকৃত বন্ধু। যে বন্ধু কখনও সংখ্যায় নিয়ন্ত্রণ করা যায় না, তবে এক দুজন ঠাঁই পায় প্রিয় বন্ধুর তালিকায়। যার কাছে মনের কথা খুলে বলা যায়, যাকে দেখলেই সুখের অনুভব হয় মনের কোনে।
এমনই কয়েকজন বন্ধুর গল্প নিয়ে নির্মিত হলো টিভি ধারাবাহিক ‘ফ্রেন্ডস’। ইউসুফ আলী খোকনের রচনা এবং সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, মাসুম বাসার, মিলি বাসার, রকি খান, শেলী আহসান, শিরিন আলম, রেশমা আহমেদ,বাসার বাপ্পী, হিন্দোল রায়, রিসা চৌধুরী, শেহতাজ ওমর, তালহা খান, তাবাসসুম মিথিলা, রিজওয়ান প্রমুখ।
ধারাবাহিকটি প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘লিমন, সায়ান, অর্ক, নাহিয়ান, মুহিত- এই পাঁচ জন ক্যাম্পাসের প্রাণ। সারাক্ষণ মাতিয়ে রাখতে এদের জুড়ি মেলা ভার। এরা যেমন কাউকে র্যাগিং করতে ওস্তাদ, আবার যে কারও বিপদে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করে না। সুতরাং গল্পে এই চরিত্রগুলোকে দেখা যাবে, একটা ডায়নামিক জায়গা থেকে। যেখান থেকে চরিত্রগুলো নিজ নিজ গুনে হয়ে উঠবে এই গল্পের উৎস। আশা করছি বন্ধুত্বের এই গল্প দর্শকরা উপভোগ করবেন।’
‘ফ্রেন্ডস’ প্রচার হবে ২৪ জানুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভি পর্দায়।
Leave a Reply