রাজীব রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি ও কমিটির টু আর সদস্যের বিরুদ্ধে চার পদে নিয়োগে বানিজ্য অভিযোগ উঠেছে। স্থানীয় জনগন ও নিয়োগে অংগ্রহন করা প্রার্থী সহ অনেকেই অভিযোগ করে বলেন যে কোন ধরনের নিয়ম না মেনে অর্থ ও স্বজনপ্রীতি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সভাপতি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ও টি আর শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম তাদের যোগসাজসে অনিয়ম দুর্নীতি করে, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নাইট গাড পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। যার ফলে যোগ্য প্রার্থী কেউ নিয়োগ পাইনি। যাদের নিয়োগ করা হয়েছে তার মধ্যে নাইট গাড পদে প্রধান শিক্ষকের ভাগিনা আতিয়ার রহমান, অফিস সহকারী হিসাবে টি আর সদস্য জাহাঙ্গীর ইসলামের শ্যলক মিজানুর রহমান,
কে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও আয়া ও পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আরো দুই জন নিয়োগ দিয়েছে। এলাকাবাসীদের অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি প্রথমে না শিকার ও জসসামান্য নিয়োগ খরচ নেওয়া কথা শিকার করলো পরে আবার। প্রতিজনের কাছে ৪/৫ লক্ষ টাকা নেওয়ার বিষয় টি শিকার করেন। আমরা প্রতিষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে কল দিয়ে কথা বলি তিনি নিজেকে অসুস্থ বলে কথা বলতে অপারকতা প্রকাশ করে। তবে নিয়োগ পাওয়া প্রতিটি পদের সদস্যদের চাকুরি পাইতে ৪/৫ লক্ষ টাকা জন প্রতি খরচ হয়েছে বলে জানান তারা।
আমরা আগামী পর্বে বিষয়টি আরো গভীর অনুসন্ধান করে ফলোআপ কর
Leave a Reply