আশীষ দাশ গুপ্ত, হবিগঞ্জ প্রতিনিধিঃ-
সাময়িক প্রসঙ্গ, হবিগঞ্জের লাখাইয়ে ব্রজবিদেহী মহন্ত বৈষ্ণব চতু:সম্প্রদায়ের শ্রীমহন্ত পরমপূজ্যপাদ শ্রীগুরুদেব বর্তমান ৫৭তম আচার্য ব্রজবিদেহী শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবা মহারাজজি লাখাই উপজেলার বামৈ শ্রীশ্রী গোপালজী রাধাবিহারী আশ্রমে শুভ পদার্পণ করবেন এবং ১৮, ১৯,২০ লাখাই বামৈ আশ্রমে অবস্থান করিবেন।এর আগে তিনি শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, তারাপাশা, রাজনগর নিম্বার্ক আশ্রম, সিলেট, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, মৌলভীবাজার, ভাতকাঠিয়া, হবিগঞ্জ, নেত্রকোনা শ্রীশ্রী বাবাজি মহারাজজির পদার্পণ করবেন। ২০ ডিসেম্বর তিনি আশ্রম থেকে ভারতের আগরতলার উদ্দেশে যাত্রা করবেন।
Leave a Reply