স্টাফ রিপোর্টারঃ+
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৪ নং ওয়ার্ড আটিগ্রাম পরিত্যক্ত মনোয়ারা জুট মিলস ও শীতলক্ষ্যা নদীর তীরে সক্রিয় কিশোর গ্যাংগুলো এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ ছুটির পরে শীতলক্ষ্যা নদীর তীরে ঘুরতে যাওয়া ছেলে – মেয়েদের দেশীয় ছেন ও অস্ত্র দেখিয়ে কিশোর গ্যাংয়ের একাধিক দলের সদস্য টাকা পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জে মনোয়ার জুট মিলস এর সামনে শীতলক্ষা নদীর তীরে সড়কটির মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডায় মেতে থাকে কিশোরগ্যাংয়ের চোর নামক ডাকাত গুলো। আর স্কুল-কলেজ ছুটির পড় একটু ঘুরাঘুরি সময়ও এদের উৎপাতে অস্থির হয়ে ওঠেন সেখানে আগত শিক্ষার্থীরা।
কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে রক্ষা পেতে চায় সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান,সিদ্ধিরগঞ্জে মনোয়ারা জুট মিলস বন্ধ হওয়ার পরপর কয়েক বছর গেলে গত দুই বছর আগে থেকেই মিলস টাকে ডাকাতি করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা।কোটি কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়,এখন এই মিলস চুরি করার শেষ
তাই শীতলক্ষা নদীর পাড়ে দূর থেকে ঘুরতে আসা স্কুল ছাত্র ছাত্রী সাধারণ মানুষদের হাতের মোবাইল ফোন টাকা পয়সা ছিনতাই করে রেখে দিচ্ছেন তারা।গত বছর এই মনোয়ার জুট মিলস থেকে সিদ্ধিরগঞ্জ দক্ষিণ আজিবপুরের মাছ ব্যবসায়িক শাহজাহানের লাশ উদ্ধার করা হয়। আমাদের একটাই আবেদন প্রশাসন সহ এলাকার জনপ্রতিনিধির কাছে। যে আমাদের এই ৪ নং ওয়ার্ডের কিশোর গ্যাং গুলোকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সাধারণ জনগণকে শান্তি দেওয়া হোক।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক জানান, কিশোর গ্যাংয়ের লিডার সহ সকল সদস্যকে আইনের আওতায় আনবো, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply