রাজীব মুন্সী (রংপুর ) প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছায় মিলিনিয়াম চাইল্ড স্কুলে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, চড়ুই ভাতি, পিঠা উৎসবে দর্শনার্থী ও পিঠা প্রেমিকদের ভীড় ছিলো চোখে পড়ার মত। কিছুটা ব্যতিক্রম এ আয়োজনে স্কুলটির কচিকাঁচা শিক্ষার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। যেখানে ওই স্কুলের শিক্ষার্থীরা কেউ বঙ্গবন্ধু, কেউ শেখ হাসিনা, কেউবা সেজেছিল বৃদ্ধাশ্রমের বৃদ্ধ- এরকম নানা চরিত্রে দেখা গেছে।
এসময় আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শীতকালীন পিঠা উৎসবে ৩০টি স্টল বসানো হয়। এ সব স্টলে রকমারি পিঠার পসরা সাজিয়ে রাখা হয়। এসব পিঠার মধ্যে পাটিসাপটা, পুলি, পাতা পিঠা, নারকেল পিঠা, ভাপা পিঠা, দুধপুলি, মালপোয়া, ফুল পিঠা, জামাই পিঠা, বাঁধাকপির পাকোড়া, ঝিনুক পিঠা, রসপুলি উল্লেখযোগ্য।
উদ্বোধনের পর থেকে প্রতিটি স্টলেই ছিল শিক্ষার্থীদের ভিড়। দেশীয় সংস্কৃতিকে ধারণ করা এই পিঠা উৎসবে এসে তারা বিভিন্ন স্বাদের পিঠা উপভোগ করেন। পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের কেউ বলেন উৎসবে আমি আমার পছন্দের পিঠা খাওয়ার জন্য এসেছি। যত প্রকার বাহারি পিঠার দেখলাম যেগুলোর নাম এর আগে শুনিনি।
২১শে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রভাতফেরী ছাত্রছাত্রীদের, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পিঠা উৎসব।র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পিঠা উৎসব।
Leave a Reply