মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার ,পটুয়াখালীঃ-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ও দুই ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের যুগির হাওলা গ্রামে ছয় নম্বর ওয়ার্ডে গাজি বাড়িতে । আহতরা হলেন ফাতেমা বেগম ৬৫ ,মিলন গাজী ৪৬ ও জাকির গাজী ৪৫। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। আহত জাকির গাজি বলেন, গত বুধবার দুপুর আনুমানিক বারোটার দিকে আমাদের নিজ বাড়ির পশ্চিম পাশে মাটি কাটা কে কেন্দ্র করে একই এলাকার লোকমান গাজী, নিজাম গাজী, সুমন গাজী, রাজ্জাক গাজী ,রোমান গাজী সহ আরো নাম না জানা ৮-১০ জন লোক একত্রিত হয়ে আমাদেরকে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায় ।পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তুষার বলেন, আমার চিকিৎসা ধিনে ফাতেমা বেগম ,জাকির গাজী ও মিলন গাজি তৃতীয় তলায় চার ,পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। ফাতেমা ও জাকির গাজী গুরুতর আহত তাদের শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে। মিলন গাজী বলেন, আমাদেরকে এলোপাথাড়ি ভাবে পিটিয়েছে ।আমাদের জমির মাটি কাটার জন্য এখনো পায়তারা চালাচ্ছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই যবর দখলদারদের কে আইনের আওতায় আনার জন্য। এ বিষয়ে লোকমান গাড়ির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সততা স্বীকার করেন। রাঙ্গাবালী থানা পাথরাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জাকির গাজী বাদী হয়ে গলাচিপা সিনিয়র
জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলা করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া নির্দেশ দেন।
Leave a Reply