সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন কারাদন্ড থেকে মুক্তি পেলেন গুরমিত রামরহিম। ম্যানেজারকে খুনের মামলায় রামরহিমকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। মঙ্গলবার (২৮ মে) এই মামলাতেই রামরহিমকে স্বস্তি দিয়েছে আদালত। সচ্চা সৌদার প্রধান ছাড়াও আরও ৪ জনকে স্বস্তি দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। ২০০২ সালে খুন হয়েছিলেন সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিং। তাঁর পুত্র সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। ২০২১ সালে সিবিআই আদালত রামরহিম সহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়। তার পাল্টা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন রামরহিম। সেই মামলাতেই এবার স্বস্তি পেলেন রামরহিম।
Leave a Reply