নিজস্ব প্রতিবেদকঃ-
রাজধানীর কদমতলী থানা এলাকায় বসবাসরত সাংবাদিকদের কে নিয়ে গঠিত হয়েছে কদমতলী সাংবাদিক ক্লাব। বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন সাজেদা ভিলায় অবস্থিত অ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার কক্ষে সদস্যদের উপস্থিত ভোটে এ কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির মেয়াদ ১ বছর।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জাতীয় দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক কাঞ্চন চৌধুরী সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাতীয় দৈনিক আমার সংগ্রামের সিনিয়র সাব এডিটর ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব দেওয়া হয়।
সকলের সর্বসম্মতিক্রমে কদমতলী সাংবাদিক ক্লাবের কমিটির নাম ঘোষণা করেন ঢাকা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন শাহিন। অনুষ্ঠানে কদমতলী থানা এলাকায় বসবাসরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply