আবুল কাশেম,ভোলা জেলা প্রতিনিধিঃ-
গত দশ বছর আগের ভোজন ইরি ধান বেচা-কেনা নিয়ে লেন-দেন সংক্রান্ত বিরোধে সন্ত্রাসবাদী ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন উপজেলার সন্ত্রাসবাদী শশীভূষন থানার সন্ত্রাসবাদী রসুলপুর ইউনিয়নের সন্ত্রাসবাদী এক নং ওয়ার্ডের ষন্ডা ইয়াছিন মাষ্টারের জ্যেষ্ঠ পুত্র মোঃ সেলিম খুন হওয়ার মুখে। সেলিম রোজি-রোজগারের আশায় গৃহান্তরি জীবন-যাপনে বাধ্য হয়েছে। গত দশ বছর আগে ঐ একই এলাকার মনির মাওলানার পুত্র মোঃ শরীফ এর ভগ্নিপতি আবু পাটওয়ারী (পিতা- রশিদ পাটওয়ারী) ঐ সেলিমকে পটিয়ে-পাটিয়ে শরিফের ত্রিশ মন ধান সেলিমের নিকট বিক্রির নামে সেলিমের দশ হাজার টাকা শরিফের হাতস্থ করে। বিগত দশ বছর যাবত সেই টাকার সম মূল্যমানের ত্রিশ মন ধানের একটি ধানও সেলিমকে দেয় নাই। ধান বিক্রির মহাপ্রতারণায় পড়ে সেলিম তার গৃহের খোরাকি জোগাড়ের মহা সংকটে পড়ে। তারপর সে জীবিকা নির্বাহের তাগিদে চরফ্যাশন উপজেলার ছাতু হুজুরের কাজে নিয়োজিত থেকে এই পর্যন্ত বেঁচে আছে বলে খোঁজ পাওয়া গেছে। দশ বছর আগের সেই ধান বর্তমান বাজার দামে চল্লিশ হাজার টাকায়ও পাওয়া যায় না। সেলিম তার সেই টাকা বা ধান প্রাপ্তির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর খবর পাওয়া গেছে। শশীভূষণ থানায়ও জি:ডি: করার জন্য সক্রিয় রয়েছে বলে খোঁজ পাওয়া গেছে। ছবিতে সেলিম ও তার জি:ডি:র দরখাস্ত।
Leave a Reply