সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতি ও চুরির মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৮ মার্চ ভোরে ভুলতা ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাছুম ও মনির হোসেনের ছেলে সোহান। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply