সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আত্মসম্মান বলে সরকারি কর্মীদের কোনও বালাই নেই বললেই চলে। প্রায় প্রতিদিন ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছেন সরকারি কর্মচারী। এবার দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা আসামরাজ্যের নগাঁও জেলার ধিং রাজস্ব সার্কল অফিসারের কার্যালয়ে অভিযান চলায়। অভিযানে আবার ও এক ঘুষখোর লাটমন্ডলকে আটক করা হয়েছে। জমি মিউটেশনের নামে ঘুষ দাবি করায় লাটমন্ডল পিনাকী দেবনাথকে গ্রেফতার করা হয়। এদিকে লাটমন্ডলের পক্ষে অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় একসঙ্গে আটক করা হয় একব্যক্তিকেও। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আমরান আলি। তিনি লাটমন্ডল পিনাকী দেবনাথের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে ঘুষ গ্রহণ করেছিলেন।
Leave a Reply