সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ফের ভারতের ত্রিপুরায় ধরা পড়লো অবৈধ বাংলাদেশি নাগরিক। ত্রিপুরা রাজ্যের কৈশাশহরের ইরানি থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে পাকড়াও হলেন তিনজন বাংলাদেশি নাগরিক। জানা যায়, গ্রেফতার করার পর শনিবার ইরানি থানার পুলিশ কৈলাশহর আদালতে বাংলাদেশি নাগরিকদের প্রেরণ করেন। এ ব্যাপারে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান, ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবস্থিত গোপিনাথপুর গ্রামে শুক্রবার বিকেলে বাংলাদেশের তিনজন নাগরিক অবৈধভাবে গোপিনাথপুর গ্রামের ভারত – বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারা কেঁটে ভারত সীমান্তে প্রবেশ করার মুহূর্তে কর্তব্যরত সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ জওয়ান এই তিনজনকে আটক করে নিয়ে আসে লাটিয়াপুড়া বিএসএফের বিওপিতে। পরে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টা ৫০ মিনিটে ইরানি থানার পুলিশের কাছে সমঝে দেন তিনজন বাংলাদেশি নাগরিককে। ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম যথাক্রমে আব্দুল গোফার, জিলান মিঞা ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কাকাবালা গ্রামে। ধৃতদের কাছ থেকে ২টি বাংলাদেশের মোবাইল সহ বাংলাদেশি ২ হাজার ৫শত ৮০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত বাংলাদেশি নাগরিকর স্থানীয় দালালচক্রের হাত ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুরে এক বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজে যোগ দেবার উদ্দেশ্যে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে।
Leave a Reply