সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বৃন্দাবনে পাচার হওয়ার কথা ছিল কোটি টাকার সোনা। তার আগেই ৩জনকে পাকড়াও করলো ডিআরআই। ধৃতদের নাম মুরারিলাল সোনি, সোনপাল সাইনি ও শ্রী বৈজু। মুরারিলাল রাজস্থানের বাসিন্দা এবং বাকি দুজন মথুরার বাসিন্দা। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে অভিযান পরিচালনা করে একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালায় ডিআরআই। তল্লাশিতে গাড়ির ভেতরে একটি বিশেষ গোপন চেম্বার পাওয়া যায়। এরপর সেই চেম্বার খুলতেই সেখান থেকে ২৩ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়। যার কোনো বৈধ নথি ছিল না। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে ডিআরআই। ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা সাংবাদিকদের জানান, ডিআরআই একটি গাড়ি থেকে ২ কেজি ৬৬৮ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি। উদ্ধারকৃত সোনা দুবাইয়ের। ধৃতরা শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একব্যক্তি রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশী সোনা কেনার জন্য একটি চুক্তি করে। এরপর ব্যক্তিকে কিছু টাকা ও দেয় তারা। এরপর সোনা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে শিলিগুড়ি পৌঁছায়। সোনা নিয়ে বৃন্দাবন যাওয়ার আগেই ডিআরআই দল তাদের গ্রেফতার করে। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে প্রেরণ করেন। ধৃত ৩ জনের বয়ানের ভিত্তিতে রাজকুমার আগরওয়ালের বাড়িতে ও অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। তবে রাজকুমার আগরওয়াল পলাতক।
Leave a Reply