সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
আসাম সরকার যতই ধরপাকড় করছে ঘুষখোর কর্মচারীর সংখ্যা ততই বেড়ে চলছে। একাংশ সরকারি কর্মচারীর কোন ভয়ভীতি মান সম্মান কোন কাজ করছে না। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবার আসামরাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে এক লাটমন্ডল ধরা পড়ল। সোমবার বদরপুর সার্কল কার্যালয়ের লাটমন্ডল জয়সাব হুসেন লস্কর নামে এক লাটমন্ডল ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়ে। জমি মিউটেশন করতে গিয়ে টাকা নিয়েছিলেন। পবিত্র রমজান মাসে এ কাজ করতে তিনি কোন দ্বিধাবোধ করেনি।
Leave a Reply