সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ডাউন কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেসে গুলিতে যাত্রী মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । রেলপুলিশের সূত্রে এই খবর জানা গেছে। নিহতের পরিচয় সম্পর্কে ও নিশ্চিত হয়েছে পুলিশ। সোমবার রাতে ওই এক্সপ্রেসটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ( এনজেপি) স্টেশনে ঢোকার সময় গুলির আওয়াজ পান যাত্রীরা। তারপর উদ্ধার করা হয় এক যাত্রীর গুলিবিদ্ধ মৃতদেহ। রেলপুলিশ সূত্রে প্রকাশ, সোমবার রাতে এনজেপি স্টেশনে ঢুকছিল ওই ট্রেনটি। সেই সময় হঠাৎ একটি অসংরক্ষিত কামরায় গুলির শব্দ হয়। যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পরে দেখা যায়, ওই কামরায় এক যাত্রী মাথা ঝোঁকানো অবস্থায় পড়ে রয়েছেন আসনে। তাঁর পাশে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে যাত্রীরা ভেবেছিলেন, আত্মহত্যা করেছেন ওই যাত্রী। কিন্তু রেল পুলিশ দেখতে পায়, ওই যাত্রীর দেহে একাধিক বুলেটের ক্ষত রয়েছে। সে ক্ষেত্রে উঠে আসে খুনের তত্ত্ব। তার ভিত্তিতেই রুজু করা হয়েছে খুনের মামলা। শিলিগুড়ির রেল পুলিশের সুপার এস সেলভা মুরগান বলেন, ওই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। তার তদন্ত চলছে। ” রেলপুলিশ নিহতের পরিচয় সম্পর্কে ও নিশ্চিত হয়েছে। জানা যায়, নিহতের নাম সঞ্জয় সিংহ পারমা। তিনি রাজস্থানে বাসিন্দা। সঞ্জয় একজন প্রাক্তন সেনাকর্মী। এই ট্রেনের অসংরক্ষিত ওই কামরায় যাত্রী ছিলেন যারা তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই কামরায় খতিয়ে দেখতে ফরেনসিক দল ও।
Leave a Reply