সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
শিল্পীর কন্ঠে মুগ্ধ হয়ে গুচ্ছ গুচ্ছ টাকা ওড়ালেন শ্রোতারা। সেই টাকা কুঁড়িয়ে কোটিপতি হলেন গুজরাতি শিল্পী। নোট গুনে দেখা গেল, মোট ৪ কোটি টাকা পেয়েছেন তিনি। ভারতের গুজরাতের লোকসঙ্গীত শিল্পী গীতা রবারী সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরের আয়োজন করেছিলেন। সারারাত ধরে সেই আসরে গানবাজনা চলে। গীতার গানের আসরের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, মেঝেতে পাতানো কার্পেটের উপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন গীতা। জমকালো পোশাক এবং নানা গয়না অলংকারে সেজেছেন তিনি। তাঁর পাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। তাঁরা যে যেমন পারছেন টাকা ছড়িয়ে দিচ্ছেন। ৫০০, ১০০ এমনকি ২০ টাকার নোটও ওড়ানো হয়েছে ওই গানের আসরে। এই লোকসঙ্গীত শিল্পী গীতার জনপ্রিয়তা কম নয়। কেউ কেউ তাঁকে ” কচ্ছের কোয়েল” বলে ডাকেন। আঞ্চলিক ভাষায়, ” রোমা সের মা” গানটির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন গীতা। তাঁর গলায় ভজন ও শ্রোতাদের খুব প্রিয়। গুজরাতের সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরেন গীতা। সেই কারণেই রাজ্যের সংস্কৃতি প্রিয় শ্রোতাদের গীতার গান এত ভাল লাগে। লোকের মুখে মুখে ঘোরে তাঁর গানের কলি।
Leave a Reply