পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
চৈত্রের শেষে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চৈতালি নৃত্যের তালে তালে অতীতের সব দুঃখ কষ্ট গ্লানি মুছে পহেলা বৈশাখ বয়ে আনুক সুখ সমৃদ্ধ।
গতকাল ১৪ ই এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বিকেলে পাবনা নগরবাড়ী ঘাটে যমুনা নদীর তীরে সকল মানবজাতির মঙ্গল কামনায় পিঠে বড়শি বিধিয়া চরকে সাত পাক ঘুরে চরক পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা বাংলা নববর্ষকে বরণ করে নেয়।
প্রতি বছরের ন্যায় এ বছরেও চরক পূজাকে কেন্দ্র করে চরক মেলার আয়োজন করেন পূজা উদযাপন কমিটি। প্রচন্ড তাপদহ অপেক্ষা করে পিঠে বরশি বিদিয়ে চরকে ঝুলিয়ে ঘোরানো এক নজর দেখার জন্য নারী পুরুষ দলে দলে ভিড় জমায় মেলার মাঠে।
২০০ বছর ধরে বংশ-পরম্পরায় চরকের এ মেলাটি প্রতিবছরই উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটি।
এ মেলাকে কেন্দ্র করে ঝুড়ি বাতাসা রসগোল্লা বাচ্চাদের রকমারি খেলনা কসমেটিক সহ রংবেরঙের হরেক রকম দোকানও বসেছে মেলার মাঠে।মেলা দেখতে আসা হাজারো জনতার উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
Leave a Reply