সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
শনিবার সকাল ৮টায় আসামরাজ্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়া সৎসঙ্গ শ্রীবিগ্রহ মন্দিরের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সৎসঙ্গ অনুষ্ঠিত। এ উপলক্ষে বিনতি প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামধ্যান, শ্রীশ্রী ঠাকুরের বিভিন্ন সদগ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুরের দিব্যজীবন ও বানীর উপর বিশেষ আলোচনা ইষ্টপ্রসঙ্গ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। ইষ্টপ্রসঙ্গ আলোচনা করেন, দুলন দাস, অনুপ সেন পুরস্কায়স্থ( অধূর্য্য) অনুব্রত পাল( শিক্ষক ) গৌতম চন্দ( শিক্ষক) নিবাস ভূষন দে( অধূর্য্য) । উক্ত সৎসঙ্গে উপস্থিত ছিলেন ডা ঃ সুব্রত দে (এসপিআর) বিপুল আচার্য ( এসপিআর) প্রমেশ রঞ্জন পাল ( এসপিআর) প্রমূখ।
Leave a Reply