নিজস্ব প্রতিবেদকঃ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণত সম্পাদক কাঞ্চন গোরাপীর ছেলে রিশাদ আহম্মেদ ইমন (২৮)সহ ৩ মাদক কারবারি ছারাও ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার ।
শুক্রবার ১৪ এপ্রিল দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার, (সিরাজদিখান সার্কেল), অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) এর দিক নির্দেশনায় এস আই মোঃ ফকরুল হাসান ফারুক, এসআই মোঃ মাহাবুর রহমান, এ এসআই ইসলাম উদ্দিন, এ এসআই মোঃ ইমরান হোসেন, এ এসআই কামরুল হাসান সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে, ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করেছে এছাড়াও
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জৈনসার ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক কাঞ্চন গোরাপীর ছেলে রিশাদ আহমেদ ইমন (২৮), পশ্চিমপাড়া (জৈনসার পশ্চিমপাড়া) এলাকার ইয়ার আলী সরদারের ছেলে আমির হোসেন সরদার(৪৫) এবং জৈনসার ইউনিয়ন ভবানীপুর এলাকার মন্নাফ গোরাপীর ছেলে জৈনসার ইউনিয়ন ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি বাদশা গোরাপী (৬৭) ।
মামলা সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌছে রিশাদ আহম্মেদ ইমন , আমির হোসেন সরদার ও বাদশা গোরাপীদেরকে আটক করেন এবং উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশী করে রিশাদ ও আমির হোসেন এর দখল হতে ১শত গ্রাম গাঁজা এবং জৈনসার ইউনিয়ন ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি বাদশা গোরাপীর দখল থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ, কে, এম মিজানুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত মামলা রুজু হয়েছে, মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে, তারা মাদক সেবনকারী না বিক্রেতা জানতে চাইলে তিনি বলেন সেবনকারী ও বিক্রেতা, বিক্রয়ের উদ্দেশ্য তাদের কাছে মাদক পাওয়াগেছে ।
Leave a Reply