সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসামরাজ্যের বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার নিরসনে কাজ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার উপত্যকা জার্নালিস্টস ইউনিয়ন নামে একটি সংস্থার আত্মপ্রকাশ করল। এই উপলক্ষে প্রবীণ সাংবাদিক হারাণ দে’র সভাপতিত্বে শিলচরে সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয় এবং ১৯ সদস্য বিশিষ্ট বরাক উপত্যকা সাংবাদিক সংঘের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে হারাণ দে কে সভাপতি ও আব্দুল হাই লস্করকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে হিমাশীস ভট্টাচার্য, স্বর্ণালী চৌধুরী, শতানন্দ ভট্টাচার্য ও জিএম চৌধুরী কে সহ সভাপতি, বিজয় দাসকে যুগ্ম সম্পাদক, খাইরুল আলম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক, দেবদুলাল মালাকারকে প্রচার সম্পাদক, সন্তোষ চন্দ ও বাপ্পি রায়কে সাংস্কৃতিক সম্পাদক এবং রাজু দে ও শংকরী চৌধুরী কে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মিঠুলাল চৌধুরী, অরুপ রায়, পিংকু রায় হালদার, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, মহিম উদ্দিন লস্কর ও বিপ্লব কর চৌধুরী এই ছয়জনকে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
Leave a Reply