লাইফস্টাইল ডেস্কঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদুল আযহা হচ্ছে ত্যাগের মহিমার ঈদ। তার পরে ও ঈদ মানে নতুন পোশাকের ছড়াছড়ি ।ঈদে সবাই নতুন পাঞ্জাবি পরিধান করতে চাই । এবারের ঈদ যেহেতু গরমে তাই সুতি কাপড়ের আরামদায়ক পাঞ্জাবি হলে কমফোর্টেবল হয়। বার্ডস আই এই গরমের নান্দনিক সব ডিজাইনের পাঞ্জাবি এসেছে তাদের আউটলেটে । ইন্ডিয়ান, চায়না, বাংলাদেশী কাপড়ে তৈরি বাম্বু সিল্ক, ডিজিটাল প্রিন্ট, ১০০% কটন কাপড়, কারচুপি, এমব্রয়ডারি, এপলিক, বেসিক সহ শত শত ডিজাইনের হাজার হাজার পাঞ্জাবী, শার্ট, পোলো, টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। চায়না ২০২৩ সালের সবচেয়ে আপডেট মারসেলাইজ, ডাবল মারসেলাইজ, স্টেপ পোলো, টি-শার্ট, শত শত কালার ডিজাইনের পোলো ও টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট , পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE)বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।
https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=ZbWKwL
Leave a Reply