সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১০ জুন শনিবার উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, সাপ্তাহিক রূপকন্ঠ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদস্য হাবিবুর রহমান হাবিব ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, এসএম রোবেল মাহমুদ, নাজমুল হক, মঞ্জুর এলাহী, মীর শফিক, নিজাম উদ্দিন, আলম হোসেন, অনুপম হাসান ফরিদ ও ইব্রাহিম প্রমুখ।
পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply