মো:আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন থেকে চাঁদার টাকা তোলার সময় দুই জনকে আটক করেছে কাচপুর হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন কাঁচপুর সেতুর ঢালে চট্টগ্রামগামী লেন থেকে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেল সিনিয়র পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী দিক নির্দেশনা তাদের আটক করা হয়।
আটককারিদের কাছ থেকে নগদ ১১০০ টাকা ও সাতটি চাঁদার রশিদ উদ্ধার করেন।
আটককারীরা হলেন, আড়াইহাজার থানার পুরিন্দা গ্রামের (১) মোহাম্মদ আব্দুল্লাহ (২৫)পিতা : মো: আমান মিয়া (২) কুমিল্লা জেলার বুড়িচং থানার রামনগর গ্রামের তাহের মাহমুদ বাধন (১৮) পিতা :আবুল বাশার।
আজ সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ টিআই ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply